Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জামালপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সহকারী পরিচালকের কার্যালয় 


সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ড

ক) উপানুষ্ঠানিক শিক্ষা প্রদানকারী বিভিন্ন সরকারি সংস্থা, অংশীদারী সংস্থা, প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠাণ, নিযোগকর্তা বা সংস্থা ,উ‡`¨vগ উন্নয়ন ও বাজারজাতকরণে সহায়তা প্রদানকারী  সংস্থা বা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সহযোগিতামূলক কর্মপদ্ধতি প্রনয়ন ও বাস্তবায়ন।

খ) উপানুষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে কার্যরত বা আগ্রহী সকল সরকারি সংস্থা, বিভাগ ও বেসরকারি সংস্থাসমূহকে পরাgk©, প্রশিক্ষণ, অনুকুল পরিবেশ সৃষ্টিসহ দক্ষতা বৃদ্ধির সকল প্রকার সহযোগিতা প্রদান;

গ) বিভিন্ন পরিবেশের বিভিন্ন ধরণের এবং বিভিন্ন বয়সের wkÿv_©x‡`i mহজ অংশগ্রহণের সুযোগ সম্বলিত উপানুষ্ঠানিক শিক্ষার যথাযথ বাস্তবায়ন পদ্ধতি প্রণয়ন;

ঘ) উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা, প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনা;

ঙ) উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য পªয়োজনে বিষয়ভিত্কি কমিটি, উপ-কমিটি গঠন।